ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ৭ ডিসেম্বর ২০২০

গাজীপুরের সালনা ও পূবাইল এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ  জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলবুল ও হাদি হাসান শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মোটর সাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। সকালে সালনা এলাকায় পৌঁছালে একইগামী কাভার্ডভ্যান মোটর সাইকেলটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। হাসপাতালে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান জব্দ ও এর হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এদিকে, পূবাইল এলাকায় মীরের বাজার -এলাকায় ট্রাক চাপায় একজন নিহত হয়েছে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি