ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোনাইমুড়িতে যুবলীগের কেন্দ্রীয় ২ নেতাকে সংবর্ধনা 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৪, ৭ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২০:৪৬, ৭ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও সহ-সম্পাদক মনিরুল ইসলাম আকাশকে নিজ জেলা নোয়াখালীর সোনাইমুড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সোনাইমুড়ি বাইপাস সড়কে জেলা যুবলীগের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই, সহ-সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, সাবেক সহ-সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন ও জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না ও মাসুদুর রহমান শিপন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল ও মোটর শোভাযাত্রা সহকারে যুবলীগের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবর্ধনার জবাবে যুবলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই বলেন, মাদক-সন্ত্রাসের সঙ্গে জড়িত কেউ যুবলীগ করতে পারবে না। যুবলীগ করতে হলে নিজেকে সংশোধন করতে হবে। সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদেরকে প্রতিহত করতে যুবলীগ কর্মীরা প্রস্তুত বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি