ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় বিক্ষোভে উত্তাল সন্দ্বীপ

ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ 

প্রকাশিত : ২২:৫০, ৭ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২২:৫৭, ৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মৌলবাদী গোষ্ঠীর কালো হাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে এনাম নাহারে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিয়োদ্ধা সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে সামিল হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বি.এ। উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলা সদরের প্রধান সড়ক।

বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠেছে, তাদের বিষাক্ত ফণা ছোবল মেরেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে। তাদের উদ্যত কালোহাত ভেঙ্গে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা বেঁচে থাকতে এবং এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো অবস্থাতেই জাতির জনকের অবমাননা সহ্য করা হবে না। বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি কর্মী অস্তিত্বের প্রশ্নে আজ ইস্পাত কঠিন ঐক্যের শপথ নিয়েছে। যেকোনো মূল্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন এবং উন্নয়ন-অগ্রগতি সমুন্নত রাখবে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি