ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩২, ৭ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশীর সভাপতিত্বে সকল অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 
কে আই//
    
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি