ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ৭ লাখ টাকা অনুদান প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৭, ৭ ডিসেম্বর ২০২০

নওগাঁর ধামইরহাটে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজনের মাঝে সোয়া ৭ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সোমবার  ইউএনও সভাকক্ষে এই অর্থ বিতরণ করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী  মো. আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ৯৭ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৫ হাজার টাকার এককালীন অনুদান বিতরণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি