ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে দুই ট্রাকের সংষর্ষে নিহত ৫ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৮ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের সদর উপজেলায় দুই ট্রাকের সংষর্ষে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার ঘারিন্দায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচায় পাওয়া যায়নি। 

জানা গেছে, সকালে উত্তরবঙ্গ থেকে থেকে সবজি বোঝাই একটি ট্রাক ঘারিন্দায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজন প্রাণ হারান। গুরুতর আহত হন আরও ২ জন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর  জানে আলম জানান, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন ও  হাসপাতালে আরও একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, ‘উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের এখানো পরিচয় পাওয়া যায়নি।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি