ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত 

নওগঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ৮ ডিসেম্বর ২০২০

নওগাঁর নিয়ামতপুরে মাল বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আজাদ আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলেসহ দুইজন। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ধানসুরা সড়কের ভাতরন্দ্র মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আজাদ আলী উপজেলার ঝলঝলিয়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে। আহতদের  উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। 

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত আজাদ আলী মোটরসাইকেলযোগে তার ছেলে সাহাদত হোসেন ও তার বুন্ধু সোহান আলীকে নিয়ে নিজ গ্রাম থেকে উপজেলা সদরে আসার পথে ঘটনাস্থলে মাল বোঝাই ট্রাকের (ট-২০৫৯৫৮) এর সাথে মোটরসাইকেলের সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আজাদ আলী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার মৌসুমী সরকার বলেন, ‘আহত দুইজনের মধ্যে সাহাদত হোসেনের অবস্থা আশঙ্কাজনক।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি