ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

আজ সরাইল মুক্ত দিবস 

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২৪, ৮ ডিসেম্বর ২০২০

আজ সরাইল মুক্ত দিবস। নানান কর্মসূচির মধ্য দিয়ে সরাইল উপজেলায় র‍্যালী, আলোচনা সভার মাধ্যমে সরাইল মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে সরাইল পাক-হানাদার মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা। 

এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ বিভিন্ন আনিষ্ঠানিকতা পালন করা হয়। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সকালে র‍্যালীটি সরাইল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে ও মাহফুজ আলীর পরিচালনয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (জাপা) নেতা এড. জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  ফারজানা প্রিয়াংকা, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মোহাম্মদ নাজমূল হোসেন। 

এছাড়া আরও বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুলাহ মিয়া, সাংবাদিক বদর উদ্দিন বদু জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, হাজী ইকবাল হোসেন, রনি মিয়া, বাবুল হোসেন প্রমূখ। মুক্ত দিবসে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবা্য়কসহ কমিটির অনেকেরই উপস্থিতি না থাকায় মুক্তিযোদ্ধারা দুঃখ প্রকাশ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি