ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ট্রেনের ৮ চাকার লাইনচ্যুতি,রাজবাড়ী থেকে ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২১ মে ২০১৭ | আপডেট: ১৪:০৯, ২১ মে ২০১৭

রাজবাড়ী রেলষ্টেশনের কাছে ট্রেনের ৮টি চাকা লাইনচ্যুতির ঘটনায় রাজবাড়ী থেকে তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজবাড়ী স্টেশন মাস্টার জানান, বিকেলে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন। রাজবাড়ী স্টেশনে প্রবেশ করার সময় একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে রাজবাড়ীর সাথে রাজশাহী, খুলনা ও কুষ্টিয়ার পোড়াদহের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান স্টেশন মাস্টার।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি