ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চা শ্রমিকদের জীবন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

মৌলভীবাজার  প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫১, ৮ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “চা শ্রমিকদের সাংস্কৃতিক জীবন” মনোগ্রাফ ও ডাইরেক্টরি বই এর মোড়ক উন্মোচন ও প্রামাণ্য চিত্রের উদ্বোধনী প্রদর্শনী করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সেড উদ্যোগে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে মোড়ক উন্মোচন ও প্রামাণ্য চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে চা শ্রমিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিককর্মী চা শ্রমিক নেতা ও সেড এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং ডাইভারসিটি ফর পিস এর সহযোগিতায় সোসাইটি ফর এনবায়রমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলাপমেন্ট (সেড) বিগত এক বছর গবেষণা চালিয়ে এই বইটি প্রকাশ করে। বইটিতে উঠে এসেছে চা জনগোষ্টীর ভিতরে ভিন্ন জাতি গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি। একই সাথে বইয়ে তুলা হয়েছে চা জনগোষ্টীকে নিয়ে অনান্য প্রকাশনার নাম ও সাংস্কৃতিক দলগুলোর নাম ও মোবাইল নাম্বার। 

এসময় বক্তারা নারীর প্রতি সহিংসতা শীষক এক আলোচনায় অংশগ্রহনও করেন। পরে চা জনগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কে আই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি