ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বাবা-ছেলে নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১১, ৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্বৃত্তদের হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে রান্ধুনীরাড়ী নৌকাঘাট চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন,  রাজাপুর ইউনিয়নের কোনাবাড়ীচর গ্রামের মৃত আহেত শিকদারের ছেলে সিরাজুল শিকদার ওরফে সেরাজ ডাকাত (৬০) ও তার ছেলে সাঈদী শিকদার (২০)। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে মোকিমপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে রান্ধুনীবাড়ী নৌকাঘাট পার হয়ে চরে পৌঁছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।  এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপাতে থাকে। এক পর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর মধ্যেই সিরাজ ও সাঈদী মাটিতে লুটিয়ে পরে ঘটনার স্থলেই মারা যান। 

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ‘বেলকুচির এই চরাঞ্চলে ডাকাতদের দুটি সক্রিয় গ্রুপ রয়েছে। এদের একটি গ্রুপের সদস্য ও ৭টি মামলার আসামি সিরাজুল শিকদার ওরফে সেরাজ ডাকাতের সাথে অন্তঃকোন্দলের জের ধরে এই হত্যা হতে পারে। আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি