ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে দীর্ঘ যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ৯ ডিসেম্বর ২০২০

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে চলাচলকৃত সকল ধরনের যানবাহন চলাচল কয়েক দফায় বন্ধ রাখায় সেতুর উভয় পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন শীতের কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে করে সেতুর উপর আটকা পড়েছে অনেক যানবাহন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহন চালক ও যাত্রীরা।

আজ বুধবার বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে সড়ক দুটিতে। এ সময় মাঝে মাঝে টোল আদায়ও বন্ধ রাখা হয়।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি