ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চিহ্নিত রাজনৈতিক মোল্লারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ৯ ডিসেম্বর ২০২০

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, চিহ্নিত রাজনৈতিক মোল্লারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তারা বঙ্গবন্ধু, সংবিধান, মুক্তিযুদ্ধ ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 

আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও উসকানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।’

তিনি বলেন, ‘৭১-এ যে রাজনৈতিক মোল্লারা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, তাদের কাছে ধর্মের ইজারা দেয়া হয়নি।’

ইনু বলেন, ‘বাংলাদেশের মুসলমানরা শত শত বছর ধরে জন্ম থেকেই পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করে, ধর্ম পালন করে। তাই এদেশের মুসলমানদের নব্য রাজাকার রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী ও ফতোয়াবাজদের কাছ থেকে ধর্ম শিখতে হবে না। রাজনৈতিক মোল্লারা কখনো রাজাকারদের, কখনো জঙ্গিদের, কখনো পাকিস্তানের আবার কখনো বিএনপি-জামায়াতের ভাড়াটে হিসেবে কাজ করে।’

ভাস্কর্য ইস্যুতে বিএনপি নিরব থেকে রাজনৈতিক মোল্লাদের উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি। 

এ সময় কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি