ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনায় চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ 

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৬, ৯ ডিসেম্বর ২০২০

পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে জেলা প্রশাসসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। 

এ সময় মিল বন্ধের সিদ্ধান্তকে চক্রান্ত উল্লেখ করে এ সিদ্ধান্ত থেকে তা থেকে সরে আসার আহ্বান জানান। একইসঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা। 

আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিল বের করে পাবনা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে সমাবেশ করে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন তারা। 

এতে বলা হয়, মিলের শ্রমিক-কর্মচারীরা বিপুল পরিমাণ টাকা বকেয়া বেতন হিসেবে মিলের কাছে পাওনা আছে, এছাড়াও আখ মাড়াই শুরুর নির্ধারিত দিন ছিল ২৫ ডিসেম্বর। এই মুহূর্তে মিল বন্ধের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই অবিলম্বে পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। 

এ সময় বাংলাদেশ আখচাষী ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা, পাবনা সুগার মিল ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি