নাটোরে শিশু মুন্নী হত্যায় একজনের যাবজ্জীবন
প্রকাশিত : ১৫:৫০, ১০ ডিসেম্বর ২০২০
নাটোরের বড়াইগ্রামের স্কুল ছাত্রী মাহমুদা খাতুন মুন্নী হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।
মামলার বিবরণে জানাযায়, ২০১৫ সালের ২০ ডিসেম্বর উপজেলার উপলশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মাহমুদা খাতুন মুন্নী বাড়ির পাশে খেলতে যায়। এ সময় তাকে প্রতিবেশী সোহেল সরকার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মুন্নীর শরীরে থাকা স্বর্ণের চেইন, রিং নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। পরের দিন মুন্নীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় মুন্নীর বাবা লোকমান সরকার বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার সাক্ষ্য প্রমাণে বিচারক সোহেল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার মা সাজেদা বেগমকে খালাস প্রদান করেন আদালত।
এআই/ এসএ/
আরও পড়ুন