ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১১ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. জিসান নামের সাত বছরের এক শিশুর অর্ধগলিত লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন মরিষটেক এলাকায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু  জিসান মরিষটেক গ্রামের ইলিয়াস শেখের ছেলে। 

জিসানের স্বজনরা জানান, ‘গত ১ লা ডিসেম্বর নিখোঁজ হয় জিসান। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় জিসানের বাবা বি আর স্পিনিং লিমিটেড কোম্পানির মালি ইলিয়াস শেখ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ১০ দিন পর বৃহস্পতিবার পাশের বাড়ির একটি রান্না ঘরের কাছ থেকে জিসানের লাশ পাওয়া যায়।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, ‘অর্ধগলিত বস্তাবন্দী শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।’
এআই/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি