ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হাসপাতালের কার্নিশে নবজাতকের মরদেহ!

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ১১ ডিসেম্বর ২০২০

নাটোর সদর হাসপাতালের ইয়োলো জোন শিশু ও মহিলা মেডিসিন ওয়ার্ডের জানালার কার্নিশের ওপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে তারা সুইটি নামে প্রকৃত ভিকটিমকে শনাক্ত করে। 

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজন শিশু ও মেডিসিন ওয়ার্ডের জানালার কার্নিশে এক নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। এ সময় কর্মরত ওই ওয়ার্ডে কর্মরত সেবিকাদের কাছে জানতে চাইলে তারা কিছুই জানেনা বলে জানায়। 

পরে চিকিৎসকেরা পুলিশে খবর দেয়। পুলিশ আসার পর মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে। একপর্যায়ে ওই মেসিডিন ওয়ার্ডে সুইটি নামে চিকিৎসাধীন মহিলা সন্তানটি তার বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে।

হাসপাতাল পরিচালক ডা. আনসারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘গত দু’দিন আগে মানসিক সমস্যা নিয়ে সুইটি নামে ওই মহিলা হাসপাতালে ভর্তি হন। গত রাতের কোন এক সময় তিনি বাথ রুমে গিয়ে মৃত শিশুর জন্ম হলে হয়ত তিনি জানালা দিয়ে বাহিরে ফেলে দেন। ঘটনাটি তদন্ত পূর্বক দায়িত্ব পালনে অবহেলার জন্য দায়িত্বরত  সেবিকাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে সুইটি নামে ওই মহিলা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাতে পেটের যন্ত্রনা শুরু হলে তিনি প্রকৃতির কাজ সাড়তে বাথ রুমে যান। সেখানে গিয়ে মৃত নবজাতকের জন্ম হয়। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নবজাতকের মরদেহ বিধি অনুযায়ী পরিবারের হাতে হস্তান্তর করা হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি