ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে নানার বাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনির মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১১ ডিসেম্বর ২০২০

নানার বাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনি শ্রাবন্তীর (৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। শ্রাবন্তী খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। গত বৃহস্পতিবার সকালে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে শ্রাবন্তী।  

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রাবন্তী ঘুমিয়ে পড়লে তার মা পাশের ঘরে টিভি দেখতে যান। রাত ১০টার দিকে হঠাৎ করে ওই ঘরে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। পরে শ্রাবন্তীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি