ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নরসিংদীর জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তল্লাশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২১ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৬, ২১ মে ২০১৭

নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে অবস্থানরত ৫ তরুণ আত্মসমর্পণ করার পর তাদের বের করে আনা হয়েছে। সকালে অভিযান শুরুর আগে, তাদের সাথে স্বজনদের নিয়ে যোগাযোগ করে র‌্যাব। তারা নিজেদের নির্দোষ দাবি করে আত্মসমর্পন করে।
সবার পরিচয় নিশ্চিত করেছে তাদের স্বজনরা। এদের মধ্যে আছে গাজীপুরের বোর্ড বাজারের মসুদুর রহমান মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র, নারায়ণগঞ্জের বাসিন্দা আবু যাফর, নরসিংদী সরকারী কলেজের গণিত বিভাগের ছাত্র বাছিকুল, নরসিংদীর বাসিন্দা সালাউদ্দিন ও কিশোরগঞ্জের ভৈরবের মশিউর রহমান রয়েছেন।
সম্প্রতি সিলেটের আতিয়া মহলের সাথে তাদের সম্পৃক্ততার কথা নিশ্চিত করে শনিবার বিকেল থেকে বাড়িটি ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি