ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৪, ১১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধিন ভাষ্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এ মানববন্ধন কর্মসূচীতে মিলিত হন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ওই কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন, জ্যেতি শংকর ঝন্টু, এ্যাডঃ শফিকুল আযম মামুন, অসিম কামার পাল, আব্দুস সামাদ মিয়া, এ্যাডঃ শফিকুল হোসেন, রশিদ আল কামাল, আশরাফুল আলম আক্কাস, পল্লী ঘোষ, লুৎফর রহমান, রশিদ আল মারুফসহ অন্যান্যরা। 

বক্তারা ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।  

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি