ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নাসিরনগরে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৪, ১১ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মার্কেটে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে লাল ফিতা কেটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক,উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জিতু মিয়া, লতিফ হোসেন, খাজাউর রহমান মোল্লা, নরেশ মল্লিক, অসিম কুমার পাল, চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী, গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক জুরান, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রার্চায, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল, উপজেলা যুবলীগ নেতা অঞ্জন কুমার দেব, রায়হান আলী ভুইয়া, ছাত্রলীগ নেতা নাসিরউদ্দিন রানা, শরীফুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা
এখলাছুর রহমান।
কে আই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি