ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৪, ১২ ডিসেম্বর ২০২০

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে চালক রুহুল আমিন (৪২) নিহত হয়েছেন।  আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক্টর চালক রুহুল আমিন শিশিরপাড়া গ্রামের ইসারত আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, ট্রাক্টর ট্রলি নিয়ে রুহুল আমিন হাটবোয়ালিয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হেমায়েতপুর এলাকার একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি