ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় রাস্তার পাশে কিশোরের বিবস্ত্র মরদেহ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

প্রকাশিত : ১৫:৫৭, ১২ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

পুলিশের ধারণা, গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ‘ওই কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি