ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ১২ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৬:৪৮, ১২ ডিসেম্বর ২০২০

লাউগাছ লাগানোকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলের কেশবপুর গ্রামে শনিবার সকালে রানী বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুষ্প বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনের রাস্তার পাশে লাউগাছের চারা লাগাচ্ছিলেন গ্রামের কাশেম রাঢ়ীর স্ত্রী রানী বেগম। এতে বাধা দেয় একই বাড়ির আবদুল হালিম (৫০) ও তার স্ত্রী পুস্প বেগম। 

এ সময় কথা-কাটাকাটির এক-পর্যায়ে আবদুল হালিম দায়ের উল্টোপাশ দিয়ে আঘাত করেন রানী বেগমের ঘাড়ের ওপর। ঘটনাস্থলেই অচেতন হয় সে। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বাড়ির অদূরে যেতে না যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রানী বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও পুষ্প বেগমকে আটক করেন। তবে সটকে পড়েন আবদুল হালিম।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,‘তুচ্ছ ঘটনায় এ ধরণের হত্যার ঘটনা খুবই দুঃখজনক। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি