ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কিশোরী বোন ও ২ শিশুসহ গৃহবধূ নিখোঁজ

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ১২ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২০:৫৩, ১২ ডিসেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে রুবিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই শিশুসন্তান ও এক কিশোরী বোন। রুবিনা সরাইল উপজেলার আল আমীন মিয়ার স্ত্রী। এ বিষয়ে আশুগঞ্জ থানায় নিখোঁজের জিডি করেছেন রুবিয়ার বাবা হাবিবুর রহমান।
 
রুবিয়ার স্বামী সালাউদ্দিন ও লিখিত জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৩টায় সালাউদ্দিনের স্ত্রী রুবিয়া বেগমের বাবার বাড়ি আশুগঞ্জের বগইর গ্রাম থেকে দুই শিশু সন্তান ও ছোটবোনকে নিয়ে শ্বশুরবাড়িতে রওয়ানা দেয় কিন্তু শনিবার পর্যন্ত শ্বশুর বাড়ি পৌছাইনি। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। 

তাঁর সঙ্গে ছিল ৪ বছরের ছেলে হোসাইন মিয়া, ২ বছর বয়সী মেয়ে তানহা আক্তার ও ১৪ বছরের বোন সোনিয়া আক্তার ছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে মুঠোফোনে স্বামীর সঙ্গে রুবিনার কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ আছে। চারজনের কোনো খোঁজ নেই জানিয়ে বৃহস্পতিবার রাতে রুবিনার বাবা হাবিবুর রহমান আশুগঞ্জ থানায় থানায় জিডি করেছেন।
কে আই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি