সিরাজগঞ্জে মওলানা ভাসানীর ১৪১তম জন্মদিন পালিত
প্রকাশিত : ২২:০৫, ১২ ডিসেম্বর ২০২০
বঞ্চিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের এম এ মতিন সড়কস্থ সিরাজগঞ্জের গর্বিত কৃতি সন্তানের জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের প্রথম প্রকাশিত গণমাধ্যম দৈনিক কলম সৈনিকের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক কলম সৈনিকের সম্পাদক মিডিয়া মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক প্রফেসর এস. এম মনোয়ার হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক দোলনচাঁপার প্রধান সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, প্রমুখ বক্তব্য রাখেন।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের এ দিনে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া গ্রামে জন্মগ্রহণ করলেও জীবনের বড় অংশই কাটিইয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকারবঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে মওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তিনি সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন। ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার মোহ তাকে কখনো আবিষ্ট করেনি। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
কেআই//
আরও পড়ুন