ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে সড়ক দুর্ঘটনায় লরি চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৭, ১২ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরে ঢাকা কোচের সাথে বৈদ্যুতিক খুটি বহনকারী লরির সাথে মুকোমুখি সংঘর্ষে লরি চালক মোহাম্মদ আলী (২৭) নিহত হয়।  এসময় লরির হেলপার ও বাসের এক যাত্রী আহত হয়। 

শনিবার সকালে নাটোর -ঢাকা-পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পঞ্চগড় গ্রামের ইসাহাক আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান আহমেদ জানান, শনিবার সকাল দশটার দিকে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের সদর উপজেলার গাজীর বিল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক খুটি বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরির চালক মোহাম্মদ আলী লরির মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এসময় হানিফ পরিবহনের সামনের অংশ দুমরে মুচরে যায়। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতহতদের উদ্ধার করে। এসময় আহত লরির হেলপার শামসুদ্দিন(৩৮) এবং হানিফ পরিবহনের যাত্রি মোহাম্মদ সালাউদ্দিনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
কে আই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি