ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এই দিনে হানাদার মুক্ত হয় আক্কেলপুর 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ১৩ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকসেনাদের হটিয়ে মুক্তিকামী জনতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাকে শত্রু মুক্ত ঘোষণা করেন। 

৭১’ এর ২৬ এপ্রিল সান্তাহার থেকে ট্রেনযোগে আক্কেলপুরের ভদ্রকালী গ্রামে তাণ্ডব শুরু করে পাক সেনারা। এরপর ধারাবাহিকভাবে চলে তাদের অত্যাচার। জবাবে অকুতোভয় মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে প্রতিরোধ গড়ে তোলেন। 

সম্মুখ ও গেরিলা যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয় পাক সেনারা। পরে আজকের এই দিনে সকাল ৯টায় মুক্তিযোদ্ধারা শহরের রেল গেট সংলগ্ন পাক সেনাদের ক্যাম্প শ্রী দুর্গা আগরওয়ালার বাড়ি দখল নিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে আক্কেলপুরকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

পাকসেনাদের হটাতে সে সময় ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। প্রতিবছর এ দিনকে ঘিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে আক্কেলপুরবাসী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি