ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সলঙ্গায় যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে হতাহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ১৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৯:৩৯, ১৩ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তুহিন রেজা (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের অপর ২ যাত্রী। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়াশিকার দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন রেজা দিনাজপুরের বিরামপুরর থানার আইড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক বাকি বিল্লা জানান, হাটিকুমরুল থেকে গ্লাস বোঝাই পিকআপ ভ্যানটি উল্লাপাড়ার দিকে যাবার পথে শাহজাদপুর ট্রাভেলস-এর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপ ভ্যানের গ্লাস পরিবহনকারী এক কর্মচারী মারা যায় ও আরও দুজন আহত হয়।

পরে পুলিশ হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত যান জব্দ করে। বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি