ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৫ ডিসেম্বর ২০২০

নাটোরের লালপুর থেকে ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ রিপন বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একদল সদস্য লালপুর উপজেলার বাকনা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত ওমর বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসকে (৩০) ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়। 

সে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ উৎপাদনসহ এর কাঁচা লতা-পাতা ও ফুল বিক্রি করে আসছিল বলে জানান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি