ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাটমোহর পৌর মেয়রকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি​​​​​​​

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ১৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পাবনার চাটমোহর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলালকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাবনা জেলা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, পাবনার চাটমোহর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা রেজাউল করিম দুলালকে দলেল গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক সকল দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এছাড়া দুলাল মির্জার পক্ষে নির্বাচনে অংশ নেয়ায় তার ছোট ভাই চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত কামাল জুয়েলকে ‘কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না’ তিন দিনের মধ্যে তার জবাব চেয়ে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি