ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাতকানিয়ায় ইয়াবাসহ আটক ২

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ১৫ ডিসেম্বর ২০২০

সাতকানিয়ার রাস্তায় চট্টগ্রামগামী একটি ডাম্পার গাড়ী থেকে ১৩ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ব্যবহৃত গাড়ীটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী আসা একটি ডাম্পারের হাইড্রোলিক বক্স থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ও বহনকারী ২ জনকে আটক করেন সাতকানিয়া থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত রমজান আলীর ছেলে মোঃ রুবেল(২৬) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ আফতাব (৩৪)।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ডাম্পার যোগে চট্টগ্রামে যাওয়ার পথে ১৩ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ দুজন ও তাদের ব্যবহৃত গাড়ীটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি