ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৯, ১৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ট্রাক-অটোরিকশা সংর্ঘষে তিন জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আজ মঙ্গলবার বিকেলের এ দুর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- অটোরিকশার ড্রাইভার আনিছ। ওপর দুইজন অটোরিকশারই যাত্রী।

পুলিশ জানায়, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে বোর্ড বাজারের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রাকটি ভোগড়া বাইপাস এলাকায় অটোরিকশাকে ক্রস করার সময় সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ড্রাইভার ও দুই যাত্রী নিহত হন। 

এ ঘটনায় প্রথমে স্থানীয় মেট্রোপলিটন বাসন থানায় খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সবাইকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই হেল্পার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি