ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা কর্মসূচিতে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ১৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। যদিও এবার করোনা ভাইরাসের কারণে কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। স্টেডিয়াম মাঠের কুচকাওয়াজসহ ব্যাপক জনসমাগম হয় এ ধরনের কর্মসূচি বন্ধ রয়েছে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) প্রত্যুশে দিবসটি উপলক্ষে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টার সময় শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রদি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মনছুর আলী খান ও পুলিশ সুপার এস.এম মুরাদ আলী।

এরপর একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি