উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা (ভিডিও)
প্রকাশিত : ১৩:০৫, ১৬ ডিসেম্বর ২০২০

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। কনকনে হিমেল হাওয়া, সঙ্গে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। শীত বস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্ররা। বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ, শিশু আর বৃদ্ধরা।
দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।
বৃষ্টির মতো ঘনকুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে লালমনিরহাটের জনজীবন। দুপুরেও দেখা মিলে না সূর্যের। গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা।
স্থানীয়রা জানান, ঠাণ্ডা বেশি হওয়ায় অসুখ-বিসুখ বেড়েছে। ঠাণ্ডায় জ্বর, কাশি, সর্দি, কঠিন সমস্যা দেখা দিচ্ছে।
দিন-রাত কুয়াশার চাদরে ঢাকা থাকছে গাইবান্ধার চারদিক। অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। বেশি কষ্টে ছিন্নমূল মানুষেরা।
ছিন্নমূল মানুষেরা জানান, আলু কিনতে পারি না, পিঁয়াজ-মরিচ কিনতে পারি না শীতের কাপড় কিভাবে কিনবো।
শীত বেড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে।
ভিডিও :
এএইচ/এসএ/
আরও পড়ুন