ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে বিজিবি’র গার্ড অব অনার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৬ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৬:০৮, ১৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবি পরিচালক লে. কর্ণেল সেলিম রেজা, পিএসসি।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, বীরশ্রেষ্ঠের নাতী ছেলে এসএম মিরাজুল ইসলাম সাইমুন, যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবি মেজর তৌফিক এলাহিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শাড়াতলা সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হকসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি