ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে বোন জামাই নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩৮, ১৭ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে বোন জামাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় থানার সৈয়দপুরে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ী হাজী আহসান আলী (৫৯) সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কর প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে।  বুধবার সন্ধ্যায় এনায়েতপুর থানার সৈয়দপুরে বক্কর গ্রুপের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারধর করছিল। এ সময় দৌঁড়ে গিয়ে তার ফুফা হাজী আহসান আলী থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আহত হয় আরও অন্তত ৫ জন। 

খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখার পাশাপাশি আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।’

এদিকে এলাকার সর্বজন শ্রদ্ধেয় সরলপ্রাণ আহসান আলীকে হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি