ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলিতে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ১৭ ডিসেম্বর ২০২০

দিনাজপুরের হিলিতে সড়কের পাশ থেকে থেকে অজ্ঞাতনামা এক (৬০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে হিলি স্থলবন্দরের চেকপোষ্ট সড়কের মোড় থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।  

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বুধবার দিবাগত রাত ১০টার দিকে হিলি স্থলবন্দরের চেকপোষ্ট সড়কের মোড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধকে (৬০) অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও বার্ধক্যজনিত কারনেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে। এখন পর্যন্ত মরদেহটির কোন নাম পরিচয় পাওয়া যাইনি। তবে মৃত ব্যক্তির কাঁধে একটি ব্যাগ ছিলো, তাতে কাঁচাবাজার ছিল, তাতে করে ধারণা করা যাচ্ছে তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলো, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত ও আশেপাশে কোথাও থাকতো বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

একইসাথে আমাদের পিবিআইতে ফিঙ্গার প্রিন্ট টেস্টের ব্যবস্থা রয়েছে সেখানে চেক করে তার পরিচয় বের করার চেষ্টা করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি