ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রাম শহরের পুকুরে মিলল যুবকের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ১৭ ডিসেম্বর ২০২০

কুড়িগ্রাম শহরের ব্যাপারীপাড়া এলাকার একটি পুকুর থেকে হাসান আলী (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। 

নিহত হাসান আলী পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান- গত ১৫ ডিসেম্বর থেকে হাসান আলীকে পাওয়া যাচ্ছিল না। সে মৃগী রোগী ছিল। এদিন দুপুরে পৌর এলাকার ব্যাপারী পাড়ার অধিবাসী সাবেক পৌর চেয়ারম্যান আব্দুস সালাম-এর বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে বাড়ির লোকজন। পরে পুলিশে খবর দেয়া হয়। হাসান আলীর শারীররিক সমস্যার কারণে সমাজসেবা থেকে প্রতিবন্ধী ভাতা কার্ডও করা হয়েছিল। ধারণা করা হচ্ছে- কোনও এক সময়ে অসাবধানতা বশতঃ পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, নিহত ব্যক্তি কিছুটা অপ্রকৃতস্থ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি