ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৮ দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ১৭ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২০:০০, ১৭ ডিসেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বলিদ্বার বাজারে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ছাই হয়ে গেছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে বলিদ্বার বাজারের একটি কাপড়ের দোকানে সট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে বলিদ্বার বাজারের একটি কাপড়ের দোকানে সট সার্কিট থেকে আগুন লাাগে। সে আগুন একে একে সইদুলের মুদি দোকান, হাবুল রায়ের সেলুনের দোকান, মোতালেবের ঔষধ ফার্মেসি, শাহিনের কাপড়ের দোকান, কান্ত রায়ের ফার্মেসি, রবিউলের ইলেকট্রনিক্সের দোকান এবং বিপ্লবের কসমেটিকসের দোকানসহ আরও ৭টি দোকানে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে রাণীশংকৈলের ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। 

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন- খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না এবং ইউএনও সোহলে সুলতান জুলকার নাইন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন- আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি