ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ১৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত সাদ্দাম হোসেন (৩০) উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুল মালেক প্রামানিকের ছেলে। শুক্রবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নুকালীতে এ ঘটনা ঘঠে।
 
পুলিশ জানায়, পাবনা গামী একটি যাত্রীবাহী বাস ওই সড়ক দিয়ে দ্রুত যাওয়ার সময় নছিমনটিকে চেপে ধরে। এ সময় নছিমনের ড্রাইভার দ্রুত সাইড দিতে গিয়ে কাঁচা রাস্তায় নেমে যায় এবং পাশেই দাঁড়িয়ে থাকা সাদ্দামকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপস্থিত জনতা নছিমনটিকে আটক করতে পারলেও  চালক পালিয়ে যায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি