ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে ৩জন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১৮ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৮:৩৯, ১৮ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় ব্রিটিশ শাসনবিরোধী সশস্ত্র সংগ্রামের বাঙ্গালি বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার এস এম তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে সুনির্দিষ্ট অনেক তথ্য পাওয়া গেছে। 

এর আগে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন যে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ভাস্কর্যটিতে ভাঙচুর করা হয়েছে বলে তারা ধারণা করছেন। তিনি বলেন, ‘আমরা সব দিক মিলিয়ে কাজ করছি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে। আশা করি তাদের ধরে আইনের আওতায় আনতে পারবো।

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মেছিলেন বলে বাংলাদেশ সরকারি তথ্য বাতায়নের বলা হয়েছে। এর আগে কুষ্টিয়াতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি