ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত্য প্রবাহ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোকে বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও।

শীতে কাঁপছে পঞ্চগড়। আবহাওয়া অফিস বলছে, হিমালয় থেকে আসা হিম বাতাসে কমছে তাপমাত্রা। রংপুরে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ আছে দুর্ভোগে।

স্থানীয়রা জানান, ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত। এতই ঠাণ্ডা যে, হাত-পা কুঁকড়িয়ে আসে। প্রচুর পরিমাণে কুয়াশা।

শৈত্যপ্রবাহে লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। কষ্টে আছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের বাসিন্দারা। 

এলাকাবাসী জানান, ঠাণ্ডায় কাজকর্ম করা যাচ্ছে না। কোথাও থেকে কোন রকম সহযোগিতাও পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরে শীতের কারণে বেরই হতে পারছি না। শীত ও কুয়াশার কারণে বীজ নষ্ট হয়ে যাচ্ছে।

নওগাঁয় কয়েকদিন ধরে শীত আর কুয়াশায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। 

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানালেন, আমরা যে রোগীগুলো পাচ্ছি তার বেশির ভাগই শিশু। তারা শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হচ্ছে। এর সাথে সাথে ডি-ডায়রিয়াও দেখা দিচ্ছে।

গাইবান্ধায় শীতের তীব্র্রতা বেড়েই চলছে প্রতিদিন। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন।

মানুষরা জানালেন, বাতাস তার সাথে সাথে বেশ ঠাণ্ডা। হাত-পা জড়িয়ে আসে। 

কাজে যেতে না পারায় কষ্টে আছে শ্রমজীবী মানুষ। 
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি