ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ১৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও নিহতদের পরিবারবর্গকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক অডিটোরিয়ামে ৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে এ সংবর্ধনা দেয়া হয়। 

এ সময় তাদের হাতে আর্থিক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। 

এ সময় জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ডিআইজি আনোয়ার হোসেন তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা তুলে ধরে আগামী দিনে স্বাধীনতা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে ভূমিকা রাখার নির্দেশ দেন। একই সাথে করোনাকালীন সময়ে পুলিশ সদস্যদের ভালো কাজের প্রশংসা করেন তিনি। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি