পাঁচ ঘণ্টা পর হিলিতে ট্রেন চলাচল শুরু
প্রকাশিত : ১৭:০৫, ১৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৭:০৬, ১৯ ডিসেম্বর ২০২০
জয়পুরহাটের পুরানাপৈলে ট্রেন ও বাসের মুখোমুখী সংঘর্ষে সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর উত্তরাঞ্চলের সাথে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে হিলি রেলস্টেশনে আটকে থাকা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে হিলি ছেড়ে চলে গেছে। এদিকে দীর্ঘক্ষণ থেকে আটকা থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় হিলি রেলস্টেশনে রাজশাহীর উদ্দেশ্যে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আসলেও জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনার কারণে হিলি স্টেশনেই আটকে দেয়া হয়। দীর্ঘক্ষণ ধরে আটকা থাকায় চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়েন।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশু যাত্রীরা। খাবার, টয়লেটসহ নানা অসুবিধায় উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আছেন তারা। উদ্ধার কাজ সমাপ্ত হওয়ায় দুপুর ১টা ৫৪ মিনিটে হিলি রেলস্টেশনে আটকে থাকা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনের যাত্রী কবির হোসেন বলেন, ‘ব্যবসার কাজে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে ফুলবাড়ি থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে উঠেছি। কিন্তু ট্রেন দুর্ঘটনার কারণে সেই সকালে বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত হিলি রেলস্টেশনে আটকা পড়ে আছি। কখন যে লাইন ক্লিয়ার হবে আর আমরা কখন যাবো তাতে করে আমাদের তো মাল করাই হবে না। এতে করে আমি চরম বিপাকের মধ্যে পড়ে গেলাম।’
ট্রেনের যাত্রী রফিক ও সিদ্দিক বলেন, ‘আমরা রাজশাহীতে পড়ালেখা করি, সেকারণে বরেন্দ্র ট্রেনে করে রাজশাহীতে যাচ্ছিলাম। কিন্তু জয়পুরহাটে দুর্ঘটনার কারণে সকালের বরেন্দ্র ট্রেনটি সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। কখন যে ছেড়ে যাবে তার কোন নিশ্চয়তা নেই, আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি। যাই হোক দুপুর ১টা ৫৪ মিনিটে ট্রেন ছেড়েছে, এতে করে আমাদের কোন কাজই আর হবে না, সব মাটি হয়ে গেল।’
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, ‘হিলি থেকে সকাল ৬টায় পাঁচবিবির উদ্দেশ্যে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। পাঁচবিবি থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে ই গেট ৮৪ পুরানাপৈল নামক স্থানে সকাল ৬টা ৫৫ মিনিটে ট্রেন ও বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
এদিকে উদ্ধারকাজ শেষ হওয়ায় আবারও এই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল সেটিও দুর্ঘটনাকবলিত ট্রেনটির কোচগুলো নিয়ে সেগুলোকে পাঁচবিবি রেলস্টেশনে রেখে হিলিতে এসে বগিগুলোকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে দুপুর ১টা ৫৪ মিনিটে হিলি ছেড়ে চলে যায়। এরপরে কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতযান ও রুপসা এক্সপ্রেস ট্রেনও হিলি রেলস্টেশন দিয়ে চলে যায়।
এআই//আরকে
আরও পড়ুন