ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে আরও ১০ মাদকসেবী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ২০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোর শহরের মল্লিকহাটি এলাকা থেকে আবারও ১০ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আঃ আউয়াল (৩৪), মোঃ আমির হোসেন (২৮), মোঃ জালাল উদ্দিন (৩০), মোঃ নুরুল ইসলাম (৪৫), মোঃ রতন মিয়া (২৯), আল মতাকাব্বির (২৫), মোঃ শাহ আলম (২৮), মোঃ চাঁন মিয়া (৩৬), ইমন টুডু (২১) ও মোঃ শহিদুল ইসলাম (৩১)।

সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার এএসপি মোঃ মাসুদ রানা ১০ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে তারা মল্লিকহাটি এলাকায় জড়ো হয়ে মাদকসেবন করছিল। এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি