ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়লো ১৯ কক্ষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ২০ ডিসেম্বর ২০২০

গাজীপুরের কোনাবাড়িতে এক বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি কক্ষ পুড়ে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের পিছনে সম্ভু সরকারের বাড়িতে আগুন লেগে ১৯টি কক্ষ ও কক্ষে থাকায় সমস্ত মালামাল পুড়ে গেছে। 

খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হামিদ মিয়া জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি