ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ২০ ডিসেম্বর ২০২০

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে সামিউল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ওই গ্রামের মো. তানভির হোসেনের ছেলে।

ছাতারদিঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আলতাফ হোসেন আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘রোববার সকালের দিকে সামিউল অপর এক শিশুর সাথে বাড়ির পাশের খালের উপর বাঁশের সাঁকো পারাপারের সময় পানিতে পড়ে। 

এ সময় অপর শিশুটি দৌঁড়ে গিয়ে সামিউলের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা অনুসন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকে সামিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি