ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২১ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছন্ন হওয়ায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের সিগন্যালের কাছে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় ভ্যানচালক সাজ্জাদ হোসেন তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই যুবককে মৃত ঘোষণা করেন। এসময় যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি