ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২২ ডিসেম্বর ২০২০

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় ১০ হাজার ইয়াবা, একটি দেশিয় তৈরি এলজি, একটি ছুরি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে জানান, ‘আজ ভোর রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় ইয়াবা বেচাকেনার খবরে র‌্যাব-১৫ এর একটি দল অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা অতর্কিতভাবে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পরে আজ সকালে টেকনাফ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং নিহত ইয়াবা কারবারির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি